Saturday, April 19, 2025

পদ্মা সেতু রুটের ৬ ট্রেন চলবে ঢাকার শহরতলি প্লাটফর্ম থেকে

Must read

ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে চড়ার সুবিধার্থে পদ্মা সেতু হয়ে চলাচল করা ৬টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের পাশে থাকা শহরতলি প্লাটফর্ম থেকে পরিচালনা করা হবে।

যাত্রী সাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কর্মপরিকল্পনায় বলা হয়, সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্লাটফর্ম থেকে পরিচালনা করা হবে।

আরও বলা হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিট বিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article