Friday, April 11, 2025

ট্রেনে ঈদযাত্রা: এখনো ফেরার চেয়ে ঢাকা ছাড়ছে বেশি মানুষ

Must read

ঈদ উদযাপন করে ট্রেনে চড়ে ঢাকায় ফিরছে মানুষ। বুধবার (২ এপ্রিল) ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাগামী ট্রেন ছেড়ে আসতে শুরু করে। দুপুর আড়াইটা পর্যন্ত ফিরতি যাত্রার যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে ৮টি আন্তঃনগর ট্রেন।

তবে ঈদের ছুটি শেষ না হওয়ায় ফিরতি ট্রেনে যাত্রীদের তেমন ভিড় নেই। কোনো শিডিউল বিপর্যয়ও নেই। এতে ঢাকায় ফেরা যাত্রীরা স্বস্তির যাত্রার কথা জানিয়েছেন।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও ঢাকা থেকে অনেক মানুষ গ্রামে যাচ্ছেন। তাদের অধিকাংশই হয়তো ঈদে ছুটি পাননি, কিংবা বিশেষ কারণে যেতে পারেননি। এখন তারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে যাচ্ছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়।

স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা জানান, আজ ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফিরতি যাত্রায় ঢাকায় এসেছে ৮টি আন্তঃনগর ট্রেন।

অন্যদিকে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা থেকে সারাদেশে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে ১৯টি ট্রেন। এগুলোর মধ্যে ১৫টি আন্তঃনগর এবং চারটি কমিউটার ট্রেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article