ঈদের চতুর্থ দিনেও তেমন ভিড় নেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। নেই শিডিউল বিপর্যয়।সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে। স্টেশন ছেড়ে যাওয়া এসব ট্রেনের অধিকাংশ আসনই থাকছে ফাঁকা।এখনও ঢাকায় কমসংখ্যক মানুষ ফিরছেন। সেই তুলনায় বেশি মানুষ ঢাকা ত্যাগ করছেন।কারণ, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আরও ২ দিন আছে। অর্থাৎ, রোববারের আগে কর্মচঞ্চল হচ্ছে না রাজধানী।সেই সুযোগটাই নিচ্ছেন অনেকে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) ট্রেনে ফিরতি যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেল ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় যাত্রীর দেখা বেশি মিলেছে।সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কমলাপুরে নির্ধারিত সময়ে পৌঁছাচ্ছে। ঈদের ছুটি কাটিয়ে ট্রেনগুলোতে ফিরছেন মানুষ। তবে ঈদের ছুটি শেষে হবে আগামী শনিবার। বেসরকারি নানা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এখনো বন্ধ রয়েছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। এসব কারণে ঈদে গ্রামে ফেরা অনেকেই একটু লম্বা ছুটি কাটিয়ে নগরীতে ফিরছেন। আবার এখনও অনেকে ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন। প্ল্যাটফর্মে অনেক যাত্রী অপেক্ষা করছেন নির্ধারিত ট্রেনের জন্য। অপরদিকে বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলো অনেকটা ফাঁকাই ছিল। ট্রেনগুলো যথা নিয়মেই যাতায়াত করছে। যারা যাচ্ছেন তারা ঈদের ভিড় ঠেলে যেতে পারেননি। ফলে এখন স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। আর ফিরতি যাত্রীরা বলছেন, ভিড় হওয়ার আগেই ঢাকায় ফিরছেন তারা।
ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ার যাত্রী বেশি, ফিরছে কম
