Saturday, April 19, 2025

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ

Must read

ঈদের ছুটির পর গতকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ফেরার জন্য মানুষের ঢল দেখা গেছে। ঈদের আনন্দের পর এখন কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকা অভিমুখী মানুষ। এতে রাজধানীর আশেপাশের মহাসড়কগুলোর বিভিন্ন অংশে যানজট সৃষ্টি হয়েছে।আজ (৫ এপ্রিল) শনিবার বাস, ট্রেন এবং লঞ্চ স্টেশনগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষত ঢাকা–কুয়ালিয়াবাড়ি, ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–বরিশাল সড়কগুলোর বিভিন্ন অংশে যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল, কল্যাণপুর রেলস্টেশন এবং মহাখালী বাস টার্মিনালে অনেকেই সবার আগে স্থান পেতে সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ অপেক্ষায় ছিলেন।শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া ও আরিচা ফেরি ও লঞ্চঘাটে উপচেপড়া ভিড়। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বাস ও অন্যান্য যানবাহনে করে যাত্রীরা ঘাটে আসছেন। সেখান থেকে লঞ্চে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছাচ্ছেন। একদিকে যানবাহনের চাপ তো অন্যদিকে কর্মস্থলে ফিরতে যাওয়া মানুষের ভিড়।ঢাকার বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিনে আরও মানুষ ফিরতে থাকবেন বলে ধারণা করা হচ্ছে, যাদের অনেকেই পুনরায় কর্মস্থলে যোগ দেবেন। কিছু কিছু অফিসে কর্মরতরা তাদের ঈদের ছুটি শেষ না হলেও ঢাকায় ফিরতে শুরু করেছেন। এতে করে ঢাকার সড়কগুলো আরও বেশি যানজটের সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি পেয়েছেন। সরকার প্রথমে ৫ দিনের ছুটি ঘোষণা করলেও পরবর্তী সময়ে নির্বাহী আদেশে আরও একদিন বাড়িয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়।ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেকেই গ্রামের বাড়ি গিয়েছিলেন। এখন ঢাকায় ফিরতে শুরু করেছে তারা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article