নিজস্ব প্রতিবেদক:
পাওয়ারকারে যাত্রী পরিবহন প্রতিরোধে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মোহাম্মদ শফিকুর রহমানের স্বাক্ষরিত ০৬ এপ্রিল এক নির্দেশনা পত্র জারী করা হয়। নির্দেশনা পত্রে তিনি উল্লেখ করেন সম্প্রতি সময়ে বিভিন্ন যাত্রীবাহী ট্রেন সমূহের পাওয়ারকারে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মচারী গন প্রতিনিয়ত প্রারম্ভিক স্টেশন হতে গন্তব্য স্টেশন পর্যন্ত পাওয়ারকারে যাত্রী পরিবহন করে থাকে। পাওয়ারকারের মত স্পর্শকাতর জায়গায় যাত্রী পরিবহন খুবই ঝুঁকিপূর্ণ। এতে করে যে কোন সময় অনাঙ্খাঙ্কিত দূর্ঘটনা সংগঠিত হয়ে জান-মালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে। ইতিমধ্যে মহুয়া ট্রেনে আগুন লেগে পাওয়ারকারের ইঞ্জিন সহ কোচ পুড়ে যায়। তাই পাওয়ারকারে যাত্রী পরিবহন প্রতিরোধ কল্পে ঢাকা চট্টগ্রাম-কক্সবাজার বিভাগের বিভিন্ন আউট স্টেশনের দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎবিভাগের এসএসএই গণের মাধ্যমে ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার, ভৈরব বাজার, আখাউড়া, লাকসাম, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার ষ্টেশনগুলিতে চলাচলরত আন্তঃনগর, মেইল, লোকাল এবং কমিউটার ট্রেনসমূহ যাত্রাবিরতী কালে পাওয়ারকারের তাৎক্ষনিক ভিডিও চিত্র ধারন এবং পাওয়ারকারে কোন যাত্রী পাওয়া গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।পাওয়ারকারের অভ্যান্তরে কোন যাত্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট পাওয়ারকারের ড্রাইভারের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতঃ অত্র দপ্তরকে অবহিত করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন।
পাওয়ারকারে যাত্রী পরিবহন প্রতিরোধে রেলওয়ে পূর্বাঞ্চলের নির্দেশনা পত্র জারী
