আজ ৮ এপ্রিল ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী(৭০৪ ডাউন) এর ৩০১৭ লোকোমোটিভ ইন্জিন সীতাকুন্ড ঢুকার আগেই ফেইল হয়। ট্রেনটি উদ্ধার করতে আসা ৬০৩ আপ কন্টেইনার ইঞ্জিন ৩০১০ সিরিজের ইন্জিনটি এসেও সেটিও ফেইল মারে! পুনরায় চট্রগ্রাম পাহাড়তলী লোকোসেড হতে পাঠানো ৩০২৪ লোকোমোটিভ ইন্জিন দিয়ে মহানগর প্রভাতী ট্রেনটি উদ্ধার করা হয়।