নিজস্ব সংবাদদাতা :বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের সিদ্ধান্ত অনুযায়ী আজ ৯এপ্রিল সকাল ১১ঘটিকায় সারাদেশে সকল চলন্তট্রেন,লোকোসেড,এবং ইয়ার্ডে সান্টিংরত সকল লোকোমোটিভে লোকো মাষ্টারগন (৩০সেকেন্ড)একযোগে হুইসেল বাজিয়ে গাজায় গনহত্যার প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছেন রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্য জোটের অন্যতম মুখপাত্র এবং রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান মুজিব ।ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইতিহাসের বর্বরতম গনহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোট।ঐক্যজোটের শরিক সংগঠন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল, বিআরইএল, রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক ইউনিয়ন, রেলওয়ে কারিগর পরিষদ ও রেলওয়ে স্টেশন মাস্টার ইউনিয়ন এর পক্ষ থেকে অবিলম্বে মানবতা বিরোধী গনহত্যা বন্ধের আহবান জানিয়ে বিশ্বশক্তি সমুহের হস্তক্ষেপ কামনা করেন।পাশাপাশি জঘন্যতম গণহত্যার প্রতি রেলকর্মীদের ঘৃণা জানিয়ে আজ ৯এপ্রিল সকাল ১১ঘটিকায় ৩০ সেকেন্ড ব্যাপী একযোগে সকল ইঞ্জিনের হুইসেল স্বতঃস্ফূর্ত ভাবে বাজিয়ে প্রতিবাদ জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
গাজায় গনহত্যার প্রতিবাদে ৩০ সেকেন্ড একযোগে হুইসেল বাজিয়ে প্রতিবাদ কর্মসূচির নির্দেশনা দিয়েছেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান মুজিব
