Sunday, April 13, 2025

আখাউড়ায় ট্রেনে তেল চুরির ঘটনায় চালক ও পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

Must read

নিজস্ব প্রতিবেদক :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলসেকশনে ট্রেন থেকে দেদারছে তেল চুরি হচ্ছে। চট্টগ্রাম-ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেন থেকে তেল চুরির ঘটনায় মঙ্গলবার ট্রেন চালক ও পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনায় রেলওয়ের উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি টিম তদন্তে নেমেছে।
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-ঢাকা রেলপথের আখাউড়া রেলজংশন এলাকার কোড্ডা নামক স্থানে মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে নিয়মিত তেল চুরি হয়। ট্রেন চালক ও পরিচালসহ ট্রেনে কর্মরত সবাই এই চুরির সাথে জড়িত বলেও তারা জানান।


আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, সোমবার রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে তেল চুরি প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় চট্টগ্রাম-ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে চুরির সময় হাতে নাতে ২১০ লিটার তেল উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ। এ ঘটনায় ট্রেন চালক মোঃ নাসির উদ্দিন, সহকারী চালক আ: রাজ্জাক, ট্রেন পরিচালক মোঃ ওমর ফারুকসহ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামের পারভেজ ওরফে জাফর (৩১), কাজী রতন (৪৫), মুরাদ মিয়া (২৮), ইসহাক মিয়া (৩০) ও শামীম মিয়া (৪৭) নামে ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।


আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান জানান, আসামী গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে তবে ট্রেন চালক ও পরিচালকের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেয়া হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। তেল চুরির ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট আরএনবি মো: ফিরোজ আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত টিম গঠন হয়েছে বলেও তিনি জানান।


আখাউড়া লোকোসেড ইনর্চাজ উপ-সহকারী প্রকৌশলী মো: নজরুল ইসলাম জানান, এই ঘটনার সাথে তাদের অফিসের কোন সম্পৃক্তা নেই। জড়িতরা ঢাকা ও চট্টগ্রামে কর্মরত।
তদন্তকারী কর্মকর্তা মো: ফিরোজ আলী জানান, বুধবার ঘটনাস্থল পরির্দশন শেষে আজ বৃহস্পতিবার তারা তদন্তে নেমেছেন। ট্রেনে কর্মরত চালক ও পরিচালকে জিজ্ঞাসা বাদ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article