Saturday, April 19, 2025

অপরিস্কার- অপরিচ্ছন্নতায় উদায়ন এক্সপ্রেস; কর্মীরা পাচ্ছে না নিয়মিত বেতন!

Must read

নিজস্ব প্রতিবেদক :

গত ১১ এপ্রিল সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী উদায়ন এক্সপ্রেস ট্রেনের “ঙ” “এসি চেয়ার” কোচ ১৩৩২ বগিতে সিট ও টেবিলের উপর বোতল ও ময়লা আর্বজনায় ভরা অবস্থায় দেখা যায়। ট্রেনের রেকটি পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য প্রতিদিন প্রায় ৪ ঘন্টা সময় পায়। যথাযথ কর্তৃপক্ষের উদাসিনতার কারনে এভাবেই অপরিস্কার- অপরিচ্ছন্নতা অবস্থায় প্রতিদিনই সিলেট থেকে ট্রেন চলাচল করে। অথচ ট্রেন পরিস্কার -পরিচ্ছন্নতার জন্য কোটি টাকা বাজেট প্রতিবছর বরাদ্দ করা হয়।এই বরাদ্দ প্রাপ্ত টাকা তাহলে খরচ হয় কোথায়? এ প্রশ্ন যাত্রীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচ্ছন্নতা কর্মী বলেন ট্রেনের কোচ গুলো পরিস্কার- পরিচ্ছন্নতা কাজে আমরা যারা নিয়োজিত তারা অস্থায়ী কর্মচারী। প্রতিমাসে আমাদের সঠিকভাবে সঠিক সময়ে বেতন পরিশোধ করা হয় না। ট্রেনে মশা নিধন এ্যারসেল, রুম স্প্রে, সাবান, টিস্যূ ইত্যাদি অনেক সময় সরবারহ থাকে না। আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে কিনে ট্রেনে যাত্রী সেবা দিয়ে থাকি। ৬-৭ মাস ধরে বেতন না পাওয়ায় অনেক কর্মচারী উদাসিন ভাবে কোন রকম কাজ করে চলে যায়। এজন্য প্রায়শই ময়লা থাকে।

সিলেট মেক্যানিকাল বিভাগে দায়িত্বে থাকা
এস এস এই/হেড টিএক্স আর আব্দুল খালেক রেল নিউজকে বলেন, ভিডিও টা আমার হোয়াটসঅ্যাপে পাঠান। কোন অনিয়ম থাকলে আমরা ব্যবস্থা নিবো। তবে পরিচ্ছন্নতা সামগ্রী দেয়া হয়না কিংবা কর্মীরা বেতন ঠিকমতো পাচ্ছে না বলে যে অভিযোগটি এসেছে তা ভিত্তিহীন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article