স্টপ রিপোর্টার :
নগরের সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নে একমত হয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। নগরে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল বুধবার টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় একমত হন তারা।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. আবদুর রব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের প্রধান ডা. মনোজ কুমার বড়ুয়া, ডা. এস এম সারোয়ার আলম, ডা. মো. কামাল উদ্দিন, ডা. মো. আবুল হোসেন, ডা. রাহাত খানসহ একটি প্রতিনিধি দল মেয়রের সঙ্গে নগরে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা নিয়ে বৈঠক করেন।
প্রতিনিধি দলটি মেয়রকে জানান, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত জায়গা দরকার। এই লক্ষ্যে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম শহরের অভ্যন্তরে কয়েকটি জায়গা পরিদর্শন করেন চারটি জায়গা প্রস্তাব করে। এগুলো হচ্ছে– রেলওয়ে হাসপাতাল, কালুরঘাট মোহরার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, চান্দগাঁও হামিদচরের সমন্বিত সরকারি অফিস স্থানান্তর এলাকা এবং আমিন জুট মিলস এলাকা।
গতকালকের সভায় বিস্তারিত আলোচনার পর সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে মেয়রসহ সবাই একমত হন। মেয়র সভা থেকে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে প্রতিনিধি দলটিকে পরবর্তী করণীয়ের বিষয়ে দিক–নির্দেশনা দেন।
এসময় মেয়র বলেন, রোগীর অভাবে এবং পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালটি ধুঁকছে। এখানে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন করলে বৃহত্তর চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবার পরিসর বৃদ্ধি পাবে। পাশাপাশি হাসপাতালটিতে পর্যায়ক্রমে মেডিসিন, সার্জারি, ইএনটি, কার্ডিয়াক, নিউরোলজিসহ বিভিন্ন বিভাগ এবং আইসিইউ চালুর মাধ্যমে নগরীতে স্বাস্থ্য শিক্ষা ও সেবার আওতা বৃদ্ধি পাবে। এর ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজের উপর রোগীর চাপ হ্রাস পাবে এবং ঢাকার মতো চট্টগ্রামেও একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হবে।