মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো।
স্টাফ রিপোর্টার :
রাজধানীর মগবাজার রেললাইনে আটকে থাকা বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪৪ মিনিটের দিকে সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৌকির আহমেদ নামে একজনের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, রেললাইনে আটকে থাকা একটি বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন যাত্রীরা।
এ বিষয়ে শনিবার (১৯ এপ্রিল) বেলা পৌনে ১২টায় ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, রাতে রেললাইন পার হতে গিয়ে বাসটি আটকে গেলে চালক বাসটি নিয়ে আর সামনে এগিয়ে পারেনি। পরে চালক নিজেই বাসটির স্টার্ট বন্ধ করে দেন। এসময় ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে নেমে যান। তবে শেষ পর্যন্ত চালক বাসটি রেললাইন থেকে সরিয়ে নিতে সক্ষম হন। ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এসময় পাশের লাইন দিয়ে রেল চলাচল করেছে।
শেয়ার করা ফেসবুকের ওই ভিডিওতে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস। বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেননি। এমন সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন আসতে থাকে। কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না গেটকিপার।
ভিডিওতে আরও দেখা যায়, এ সময় বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সর্তক করার চেষ্টা করছিলেন গেটকিপার। যাত্রীরা প্রাণভয়ে এমন সময় বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান। এরপর বাসের চালক কোনো রকমে বাসটি পেছনে নিতে সক্ষম হন। তার কয়েক সেকেন্ড পরে উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। তবে কোনও দুর্ঘটনা ঘটতে দেখা যায়নি