স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নাম ভাঙিয়ে রেল মন্ত্রণালয় ও রেলওয়ে অধিদপ্তরে ছাত্র প্রতিনিধি হয়ে প্রভাব বিস্তার এবং একাধিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
রেল নিউজে দুই ছাত্রপ্রতিনিধির চাদাবাজির সংবাদ ছড়িয়ে পরলে আলোচনায় আসে আরেক ছাত্র প্রতিনিধি মো. আশিকুর রহমান এর নাম। যিনি নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বর্তমানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, ওই শিক্ষাবর্ষে এই নামে কেউ নেই। তার সঙ্গে সরাসরি যোগাযোগ করলে প্রথমে তিনি দাবি করেন, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু পড়াশোনা চালিয়ে যাননি। তবে মেধাতালিকা বা অপেক্ষমাণ তালিকার কোনোটিতেই আশিকের নাম নেই।