Friday, April 25, 2025

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

Must read

নিজস্ব সংবাদদাতা :

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেন’ চালুর দাবিতে পাটগ্রাম উপজেলায় চতুর্থ দিনের মতো রেলপথ অবরোধ চলছে। আগাম ঘোষণা দিয়ে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে ২১ এপ্রিল সকাল ৬টা থেকে লাগাতার এই অবরোধ চলছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে চারটি ট্রেনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে লালমনিরহাট রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় বিভাগ।

অবরোধের ব্যাপারে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ পাটগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আলোচনা সভা করে। এ সময় বক্তারা রেলওয়ে কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বুড়িমারী থেকে সরাসরি আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেন’ চালুর ব্যবস্থা নিতে অনুরোধ করেন। অন্যথায় কঠোর কর্মসূচির পাশাপাশি মহাসড়কও লাগাতার অবরোধ করা হবে বলে ঘোষণা দেন তাঁরা।

এ ব্যাপারে রেলওয়ে বিভাগের রাজশাহী ও লালমনিরহাটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম বলেন, অবরোধের কারণে চার দিন ধরে চারটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। আন্তনগর ট্রেনের সরাসরি চলাচলের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও কোনো কিছু জানায়নি।

জানা যায়, গত বছরের আগস্ট থেকে সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তনগর ট্রেনটি চালুর দাবিতে স্থানীয় রাজনৈতিক নেতা–কর্মীসহ এলাকাবাসী সাত থেকে আটবার নানা আন্দোলন কর্মসূচি পালন করে। এ সময় লালমনিরহাট রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় বিভাগ ও রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় সদরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অন্তত পাঁচবার দিন–তারিখ উল্লেখ করে ট্রেনটি চালু করার প্রতিশ্রুতি দেয়। পরে অজ্ঞাত কারণে চালু না করায় আবারও অবরোধ কর্মসূচিতে নামেন স্থানীয় বাসিন্দারা।

২১ এপ্রিল থেকে অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে চারটি ট্রেনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে লালমনিরহাট রেলওয়ে পরিবহন বিভাগ।

বুড়িমারী রেলস্টেশন থেকে সকাল ৬টায় প্রতিদিন চলাচল করা দিনাজপুরের পার্বতীপুরগামী লোকাল ট্রেন, একই স্টেশনে বেলা ১১টায় আসত দিনাজপুরের পার্বতীপুর থেকে ‘বুড়িমারী কমিউটার’ ট্রেন, বিকেল ৪টায় বগুড়া শান্তাহার থেকে আন্তনগর ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেন এবং দিনাজপুরের বিরল থেকে ‘বিরল কমিউটার’ কানেক্টিং বুড়িমারী এক্সপ্রেসের জন্য এ শ্যাটল ট্রেনটি আসত সন্ধ্যা ৬টায়। এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ মার্চ আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের দিনে সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে মাত্র এক দিন যাত্রা করে। ট্রেনটি চালু করতে এক যুগে অন্তত ১০ বার প্রতিশ্রুতি দিয়ে চালু করা হয়। পরে লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলছে ট্রেনটি। এতে বুড়িমারী থেকে এই ট্রেনের যাত্রীদের একটি শ্যাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট যেতে হয়। এতে জেলার চার উপজেলার যাত্রীদের সময় নষ্ট ও হয়রানির মুখে পড়তে হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বায়ক এটিজে সিদ্দিকী কাকন। এতে বক্তব্য দেন, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ প্রধান, আমিনুল হক, শিক্ষক প্রতিনিধি ওয়ালিউর রহমান সোহেল, কলেজ শিক্ষক শওকত হায়াত প্রধান বাবু, সমাজকর্মী জাহাঙ্গীর কবির শামীম, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি আলীনূর লাইজু, পাটগ্রাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি আব্দুল আকবার বিন আফসার, পৌর মহিলা দলের আহ্বায়ক সিদরাতুল মুনতাহা মিতু প্রমুখ

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article