Saturday, April 26, 2025

ঢাকা রেলওয়ে পুলিশের ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে: ০২ বছরের কারাদন্ড প্রাপ্ত ও ০৯ মামলার দুর্ধর্ষ ছিনতাইকারি বিল্লাল সহযোগীসহ গ্রেফতার।

Must read

স্টাফ রিপোর্টার :

গতকাল বৃহস্পতিবার ২৪/৪/২৫ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকায় ঢাকা রেলওয়ে পুলিশ কর্তৃক কমলাপুর রেলওয়ে স্টেশন হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ডিএমপির মতিঝিল থানার ২০১৪ সালের ছিনতাই মামলার ০২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত (সাজা ওয়ারেন্ট ভুক্ত) দুর্ধর্ষ ছিনতাইকারী বিল্লাল হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী চিহ্নিত ছিনতাইকারী সোহাগ (৩০) কেও গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী বিল্লাল ঘটনার পর থেকে সাজা এড়াতে দীর্ঘ ১০ বছর যাবত আত্মগোপনে ছিলেন। তাহার বিরুদ্ধে শাজাহানপুর, মুগদাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত ০৯টি মামলা আছে। এছাড়াও গ্রেফতারকৃত অপর আসামি সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ০৫ টি মামলা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article