Tuesday, April 29, 2025

রেল নিউজে সংবাদ প্রকাশের পর অবশেষে রেল মন্ত্রণালয় থেকে বাদ দেয়া হচ্ছে আলোচিত ৩ ছাত্র প্রতিনিধিকে।

Must read

নিজস্ব সংবাদদাতা :

চাঁদাবাজি ও মিথ্যা তথ্য সরবরাহ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয় রেল নিউজে।
সেই নিউজের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেন রেলপথ মন্ত্রণালয়। বিভিন্ন মহল একে একে অভিযোগ আসতে থাকে তিন ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে। নানান অভিযোগ ও অনিয়মের ঘটনা যায় ইতিমধ্যে সারাদেশে আলোচিত হয়ে পড়েছেন। রেলপথ মন্ত্রণালয়ের দুই ছাত্র প্রতিনিধি রেজাউল করিম ও মেহেদী হাসান এর নামে অভিযোগ উঠে রেল নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চাঁদা দাবির।
রেল নিউজে দুই ছাত্র প্রতিনিধির চাদাবাজির কথপোকথন এর সংবাদ ছড়িয়ে পরলে আলোচনায় আসে আরেক ছাত্র প্রতিনিধি মো. আশিকুর রহমান এর নাম। যিনি নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বর্তমানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, ওই শিক্ষাবর্ষে এই নামে কেউ নেই। তার সঙ্গে সরাসরি যোগাযোগ করলে প্রথমে তিনি দাবি করেন, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু পড়াশোনা চালিয়ে যাননি। তবে মেধাতালিকা বা অপেক্ষমাণ তালিকার কোনোটিতেই আশিকের নাম নেই। রেল নিউজে যখন সংবাদ প্রকাশ করা হয় তখন আরেকটি অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সাবেক রেল সচিব, মাহাবুব কবির মিলন সে তার ফেসবুক পেইজে পোস্টে জানান, বাংলাদেশ রেলওয়েকে ‘লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের’ জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত তিন সদস্যকে দায়িত্ব দিয়েছিলেন রেলপথ উপদেষ্টা। সারাদেশে ঘুরে তারা যেনো রেলওয়ের কার্যক্রম দেখতে পারেন, সেজন্য তাদের দেওয়া হয়েছিল ‘ফ্রি ট্রাভেল পাস’। কিন্তু সেই ফ্রি ট্রাভেল পাস ব্যবহার করে ভয়াবহ টিকিট কালোবাজারিতে জড়িয়ে পরার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তারা আবারও সেই ট্রাভেল পাসের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে।

সকল বিষয় নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের, গত বৃহস্পতিবার ২৪-৪-২০২৫ তারিখ সকালে রেল ভবনের সভা কক্ষে একটি বৈঠক হয়। তখন আলোচনায় উঠে আসে তিন ছাত্র প্রতিনিধির কুকর্মের কথা। তখন সবাই সিদ্ধান্ত নেন প্রাথমিক ভাবে এই তিন ছাত্রকে রেলপথ মন্ত্রণালয় ছাত্র প্রতিনিধি থেকে অব্যাহতি দেওয়া বিষয়ে। সচিব, ডিজি মহোদয় সহ রেলওয়ের সকল কর্মকর্তারা দ্রুত সিদ্ধান্ত নিবেন এ বিষয়ে। তবে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দোহায় কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করায় অফিসিয়ালি সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি। তবে রেলওয়ে সূত্র জানিয়েছে খুবই দ্রুত উপদেষ্টা মহোদয় এই তিন ছাত্র প্রতিনিধির বিষয়ে ব্যবস্থা নিবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article