নিজস্ব সংবাদদাতা :
কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা, পার্বতীপুরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ২৭ এপ্রিল (রবিবার) কেলোকা ক্যান্টিনে মোঃ ময়েন উদ্দীন সরদার, কর্ম ব্যবস্থাপক (আর) কেলোকা এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসএসএই/কেলোকা জনাব মাসুদ খাঁন এর সঞ্চালনায় জনাব মো: নুর আলম, সহকারী কর্ম ব্যবস্থাপক (পি-১) কেলোকা,পার্বতীপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কেলোকা,পার্বতীপুর মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে’র সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
একজন ক্রীড়া প্রেমী ও শ্রমিক-বান্ধব দক্ষ প্রশাসনিক কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনায় আবেগে আপ্লুত ছিলো সহকর্মীরা।
জনাব ময়েন উদ্দীন সরদার, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী(লোকো) পদে পাকশীতে যোগদান করবেন।