বিশেষ সংবাদদাতা :
“আগামী জুনের ২১ তারিখে বদলী আদেশের উপর স্টে অর্ডারের শুনানী হবে কোর্টে, এর পর কতো ডেট যাবে সেই পর্যন্ত এই সরকার থাকবেনি!’’- বলছিলেন স্টেশন মাস্টার শফিকুল ইসলাম। এরকম একটি মোবাইলের কথপোকোথন রেল নিউজের হাতে আসে।
এই কথোপকথনের ব্যাপারে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম রেল নিউজকে বলেন, এই বক্তব্য আমার না। এটা প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। যারা আমার নামে অনলাইনে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, সবার নামে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। এরপর
ক্ষুদ্র বার্তা প্রেরণ করে তার লিখিত বক্তব্যে বলেন,
বর্তমান সরকার আমাদের সরকার, এই সরকারকে সফল করার জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। একটি কুচক্রী মহল আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে আমার সাথে পরাজিত হয়ে ফেইসবুকে ফেইক আই ডি খুলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এই কুচক্রী মহল কে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে কোতোয়ালি থানায় জিডি করেছি । এরপরে কাউন্টার টেরোরিজম ইউনিট এর সহযোগিতার জন্য অভিযোগ করি। আপনারা জানেন এখন এআই দিয়ে মানুষের ভয়েস নকল করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে,।
গত ১৭ বছর যাবত এই কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আগে আমার নামে অপপ্রচার চালাতো বিএনপি-জামাত বলে। একাধিক নিউজ তারা করেছে। আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। আর এখন অপপ্রচার চালাচ্ছে আমি আওয়ামীলীগের ফ্যাসিস্ট।