স্টাফ রিপোর্টার :
ভাঙ্গা স্লিপার এর উপর দিয়ে চলাচল করছে ট্রেন।
পার্বতীপুর থেকে পঞ্চগড় রুটে মন্মথপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ এর আগে যমুনা শাখা নদী রেল ব্রীজ এর পর স্লিপার ভাঙ্গা।
এই ভাঙ্গা স্লিপারের লাইনের উপর দিয়েই চলাচল করছে সাতটি ট্রেন।
ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দূ’র্ঘ’টনা।