Wednesday, April 30, 2025

এসি ইউনিটের মালামাল চুরি প্রতিরোধে বিশেষ সম্মাননা পেলো রেলকর্মী

Must read

নিজস্ব সংবাদদাতা :

বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী চট্টগ্রাম নিয়ন্ত্রণাধীন ট্রেন লাইটিং চট্টগ্রাম দপ্তরের কর্মচারী জনাব মোঃ রফিকুল আলম (পদবী – এলই গ্রেড-৩ ) কে এসি ইউনিটের মালামাল চুরি প্রতিরোধে বিশেষ কৃতিত্বের জন্য গত রবিবার সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করে পূর্বাঞ্চলের রেলওয়ে বিদ্যুৎ বিভাগ।
উল্লেখ্য, বিগত ৫ মার্চ ২০২৫ , ৭৮৬ নং ডাউন বিজয় এক্সপ্রেস ট্রেনে এসি ইউনিটের মালামাল চুরির সময় মালামালসহ চোর গ্রেপ্তারে অগ্রনী ভুমিকা পালন করায় এই সম্মাননা দেয়া হয়।
সম্মাননা সনদ প্রদান করেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক পূর্ব (অতি:দায়িত্ব)ও প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী পূর্ব মুহাম্মদ শফিকুর রহমান। রেস্ট প্রদান করেন বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী চট্টগ্রাম জনাব মোঃ আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (কারখানা) পাহাড়তলী চট্টগ্রাম শাকের আহমেদ, চট্রগ্রাম বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা(অতি:দায়িত্ব) ও সিনিয়র সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী চট্রগ্রাম আমির হোসেন,সিনিয়র সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী(কারখানা) শেখ ফরিদ এবং উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী চট্রগ্রাম ট্রেন লাইটিং (ইনচার্জ) বিটু চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article