বিশেষ প্রতিনিধি :
বৈরী গোয়েন্দা সংস্থা ও স্বার্থান্বেষী গোষ্ঠীর মাধ্যমে প্রতারণামূলক ফাঁদে ফেলার অপচেষ্টা রুখতে রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক নির্দেশনার আলোকে রেলপথ সচিব সংশ্লিষ্ট দপ্তর ও অধীনস্থ কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
স্মারক নং-০৪.০০.০০০০.০০০.৮৩১.৯৯.০০০১.২১.৯৬, তারিখ: ০৮ জুলাই ২০২৫ অনুযায়ী, রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য নিচের নির্দেশনাসমূহ দেওয়া হয়েছে:
সতর্কতামূলক নির্দেশনাসমূহ:
১. প্রলোভনমূলক ভিডিও কল, চ্যাট বা ছবি আদান-প্রদানে জড়িত না হওয়া।
২. সামাজিক যোগাযোগ মাধ্যমে পদের পরিচয়, অবস্থান বা দৈনন্দিন কর্মতৎপরতা প্রকাশ না করা।
৩. অপরিচিত ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনীয় বা দ্রুত ঘনিষ্ঠতা তৈরির ব্যাপারে সতর্ক থাকা।
৪. অনলাইন চ্যাট বা ভিডিও কলে গোপন নথি বা ছবি শেয়ার না করা।
৫. প্রতারণার আভাস পেলেই তা গোয়েন্দা সংস্থা বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা।
৬. যেকোনো সন্দেহজনক যোগাযোগের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো।
রেলপথ সচিবের পক্ষ থেকে জানানো হয়, “রেলপথ মন্ত্রণালয় একটি কৌশলগত খাত। এ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লক্ষ্য করে কোনো বৈরী গোষ্ঠী তথ্য চুরি বা বিভ্রান্তিমূলক ফাঁদ পাততে পারে—এমন আশঙ্কা থেকেই এই সতর্কতা। সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।”
রেলওয়ের বিভিন্ন দপ্তরে এই নির্দেশনা পাঠানো হয়েছে এবং প্রত্যেক কর্মকর্তাকে তা মেনে চলার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ ধরনের পদক্ষেপ রেলপথ মন্ত্রণালয়ের নিরাপত্তা ও তথ্যসুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।