Wednesday, October 22, 2025

ওটি-জরুরি বিভাগ ছাড়াই চলছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল

Must read

বিশেষ প্রতিনিধি :

তিন মাসেও চালু হয়নি চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের জরুরি বিভাগ-ওটি
সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার তিন মাসেরও বেশি সময় পার হলেও এখনো চালু হয়নি চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ, ইনডোর সার্ভিস ও অপারেশন থিয়েটার। রয়েছে ঔষধের সংকট ও চিকিৎসক-নার্সসহ জনবল ঘাটতি। ফলে শুধুমাত্র বহির্বিভাগ (আউটডোর) সেবার মাধ্যমেই চলছে হাসপাতালের কার্যক্রম।হাসপাতাল সূত্র জানায়, গত ২১ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলওয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে রেলওয়ে জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম করা হয়। তবে, পূর্ণাঙ্গ সেবা চালু করতে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও ওষুধের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে ১৬ জন চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালের বহির্বিভাগ চালু রয়েছে। অর্থোপেডিক্স, গাইনি অ্যান্ড অবস, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল ও সার্জারি বিভাগের সেবা দেয়া হলেও সার্জারি ও জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো কার্যকর করা সম্ভব হয়নি। ল্যাবরেটরি ও রেডিওলজির সেবাও সীমিত পরিসরে চলছে।হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডা. তাহমিনা ইয়াসমিন বলেন, ‘জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার কিংবা ইনডোর সেবা চালু করার জন্য প্রয়োজন দক্ষ ডাক্তারদের। জরুরি বিভাগ চালু করতে দরকার আটজন চিকিৎসক। অন্তঃবিভাগ চালু করার জন্য অন্তত ১২ জন ডাক্তার এবং ১০ জন নার্স নিয়োগ দিতে হবে।’তিনি আরও বলেন, ‘পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা দিতে হলে জরুরি বিভাগ, ইনডোর সার্ভিস ও ঔষুধ সরবরাহ নিশ্চিত করা জরুরি।’

অপরদিকে বহির্বিভাগে চিকিৎসা সেবা পেলেও রোগীরা ভোগান্তিতে পড়ছেন ঔষধের স্বল্পতায়।

নগরীর পাহাড়তলী থেকে চিকিৎসা নিতে আসা রোগী সালমা আক্তার বলেন, ‘হার্টের সমস্যার কারণে ডাক্তার দেখাতে পেরেছি, কিন্তু পর্যাপ্ত ঔষুধ পাইনি।’চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল চালুর পর আশপাশের সাধারণ মানুষ চিকিৎসা সেবার প্রত্যাশায় এ হাসপাতালে আসছেন। তবে, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার চালু না হওয়ায় পূর্ণাঙ্গ সেবা থেকে এখনও বঞ্চিত হচ্ছেন রোগীরা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article