নিজস্ব সংবাদদাতা :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টঙ্গী রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী খোকন (৪৩) গ্রেফতার হয়েছে।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৪৫ মিনিটে টঙ্গী রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় শ্রীপুর থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামী খোকনকে পুলিশ অ্যাসল্টসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ অভিযানের বিষয়ে ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।