সেলিমুর রহমান :
বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে জানানো হয়, সম্প্রতি রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ের আত্মীয় পরিচয় ব্যবহার করে টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, বদলির ভয় দেখানো, চাকরির প্রলোভন দেখানোসহ নানা প্রকার তদবিরের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
এছাড়াও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিছু কর্মকর্তা ও ঠিকাদার অন্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, কুৎসা রটনা এবং সংবাদমাধ্যমে বানোয়াট খবর প্রকাশ করছেন, যা রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং কর্মপরিবেশকে অস্থির করছে।বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদার ও সাধারণ মানুষকে এসব প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসাথে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় এ ধরনের ঘটনার দায়ভার রেলওয়ে কর্তৃপক্ষ বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।