বিশেষ প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে ঢাকা-নোয়াখালী রুটে সুবর্ণচর এক্সপ্রেস নামে নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত একপত্রে রেলওয়ের উপদেষ্টার বরাবরে এ দাবি জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, ২০০৬ সালে প্রতিষ্ঠিত নোবিপ্রবি বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এখানে ৭টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটের অধীনে মোট ৩৩টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলছে। বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিদিনই শিক্ষা, গবেষণা ও জরুরি প্রয়োজনে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে নোবিপ্রবি ও বৃহত্তর নোয়াখালীবাসী পর্যাপ্ত রেলসেবা থেকে বঞ্চিত। বর্তমানে শুধু নোয়াখালী এক্সপ্রেসই এ অঞ্চলের একমাত্র আন্তঃনগর ট্রেন, যা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে শিক্ষার্থীরা নিয়মিত সীমিত আসন সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন।
এ অবস্থায় ঢাকা-নোয়াখালী রুটে সুবর্ণচর এক্সপ্রেস চালু করা হলে শিক্ষার্থীরা সহজে পরীক্ষা, সেমিনার, কনফারেন্স, ইন্টার্নশিপ ও চাকরির সাক্ষাৎকারে অংশ নিতে পারবে। এছাড়া বাসের তুলনায় ট্রেনে যাতায়াত ব্যয়ও কমবে। হরতাল, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সড়ক দুর্ঘটনার সময় এ রেলপথ হবে সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা।
ভর্তি পরীক্ষার সময় সরাসরি রেল যোগাযোগ নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেও মনে করছে নোবিপ্রবি কর্তৃপক্ষ। তাদের বিশ্বাস, সুবর্ণচর এক্সপ্রেস চালুর মাধ্যমে শুধু নোবিপ্রবিই নয়, বরং নোয়াখালী ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবে এবং জাতীয় অর্থনীতিও এগিয়ে যাবে।