Wednesday, October 22, 2025

তিন মাস বেতনহীন জীবনে রেলচাকা সচল রাখা টিএলআর শ্রমিকদের আর্তনাদ রেলভবনে

Must read

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রোববার (০৫ অক্টোবর) রেলভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে রেলওয়ের বিভিন্ন বিভাগে — ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাটে — গেইট কিপার, খালাসী, ওয়েম্যান, অফিস সহকারী, রেস্ট হাউস বেয়ারা, সিম্যানসহ বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু গত তিন মাস ধরে বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই একবেলা খেয়ে দিন পার করছেন, তবুও রেলচাকা সচল রাখতে দায়িত্ব পালন করছেন।শ্রমিক প্রতিনিধিরা জানান, গত দুই বছর ধরে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা রেলভবনে এসে অবস্থান নেন এবং দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

অবস্থানের এক পর্যায়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে শ্রমিকদের প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। এ সময় সচিব ও মহাপরিচালক শ্রমিকদের আশ্বস্ত করেন যে, অল্প কিছুদিনের মধ্যেই টিএলআর শ্রমিকদের সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।

শ্রমিকরা জানান, আগামী ৮ অক্টোবরের মধ্যে যদি বেতন পরিশোধ না করা হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article