Wednesday, October 22, 2025

সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে রাজধানীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Must read

স্টাফ রিপোর্টার :

ঢাকা–নোয়াখালী অনুমোদিত আন্তঃনগর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে, নোয়াখালী মেইল ট্রেন নিয়মিত চালুর আহ্বান, চট্টগ্রাম–নোয়াখালী ট্রেন উপসাগর এক্সপ্রেস পুনরায় চালু এবং সোনাপুর–চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন নির্মাণসহ চট্টগ্রাম–নোয়াখালী কর্ড লাইন বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী যোগাযোগ উন্নয়ন ফোরাম ও রেল উন্নয়ন ফোরাম।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃহত্তর রেল উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, এবং সঞ্চালনা করেন যোগাযোগ উন্নয়ন ফোরামের সভাপতি একে এম মহিউদ্দিন।সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুল কাইয়ুম, রোম কর্পোরেশন চেয়ারম্যান ও যোগাযোগ উন্নয়ন ফোরামের উপদেষ্টা হারুনুর রশিদ, সোনাইমুড়ী ফোরামের সভাপতি হিফজুর রহমান, সেনবাগ ফোরামের সভাপতি মোহাম্মদ উল্যাহ হারুন, কবিরহাটের মাহবুবুর রহমান এবং যোগাযোগ উন্নয়ন ফোরামের সহসভাপতি কেফায়েত উল্যাহ।

এছাড়া উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিআরইএলএল-এর সহকারী সেক্রেটারি ওমর ফারুক, এবং নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সমাবেশ শেষে প্রতিনিধি দল রেল ভবনে রেলপথ উপদেষ্টা, রেলপথ সচিব ও রেলওয়ের মহাপরিচালকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে উল্লিখিত দাবিগুলোর যুক্তিসংগত কারণ ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article