Wednesday, October 22, 2025

সিলেটে ট্রেন ভ্রমণে এনআইডি বাধ্যতামূলক : ডিসি সারওয়ার আলম

Must read

বিশেষ প্রতিনিধি :

সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম জানিয়েছেন, ২৪ অক্টোবর থেকে কেউ নিজের এনআইডি ছাড়া অন্য কারও এনআইডি ব্যবহার করে ট্রেন ভ্রমণ করতে পারবে না। এ সিদ্ধান্তের মাধ্যমে যাত্রীরা সুরক্ষিত থাকবেন এবং টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত হবে ও কালোবাজারি বন্ধ হবে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত জরুরি সভার পর এই ঘোষণা দেন ডিসি।

তিনি আরও জানান, সিলেট শহরের ফুটপাত হকারমুক্ত করা হবে। ১৮ অক্টোবরের ডেডলাইনের পরে, ১৯ অক্টোবর থেকে শহরের ফুটপাতে আর কোনো হকার বসতে পারবে না। তাদের জন্য লালদীঘিরপাড়ে নির্ধারিত জায়গা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।ডিসি জানান, ঢাকা-সিলেট রুটে যাত্রীদের সুবিধার জন্য ট্রেন ও বিমানের সঠিক ভাড়া নিশ্চিত করতে, পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা রাখতে এবং সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবিলম্বে পদক্ষেপ নেবেন। যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। কেউ যেন জিম্মি না হয়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সড়ক, রেল ও বিমানের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article