আন্তর্জাতিক ডেস্ক:
পুনরায় চালু হতে যাচ্ছে ঐতিহাসিক ‘হিজাজ রেলপথ’, যা ছিল উসমানীয় সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খানের সময়ের অন্যতম বৃহৎ প্রকল্প এটি। ১,৭৫০ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন সিরিয়ার রাজধানী দামেস্ক (তৎকালীন শাম) থেকে শুরু হয়ে মদিনা পর্যন্ত বিস্তৃত। এর মূল উদ্দেশ্য ছিল হজযাত্রা সহজ করা, বাণিজ্য ও সামরিক যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা।
ঐতিহাসিক তথ্যমতে, এই রেলপথ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৪ মিলিয়ন উসমানীয় লিরা, যা তখনকার রাষ্ট্রীয় বাজেটের প্রায় ২০ শতাংশ। প্রকল্প বাস্তবায়নে সুলতান আব্দুল হামিদ মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অনুদান গ্রহণ করেছিলেন।তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গুপ্তচর টি. ই. লরেন্স-এর নেতৃত্বে কিছু আরব বিদ্রোহী বাহিনী একাধিক বিস্ফোরণ ঘটিয়ে রেলপথটির বড় অংশ ধ্বংস করে দেয়, ফলে তা সম্পূর্ণ অচল হয়ে পড়ে।
দীর্ঘ এক শতাব্দী পর তুরস্কের যোগাযোগ ও অবকাঠামো মন্ত্রণালয় পুনরায় এই ঐতিহাসিক রেললাইন চালুর উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্তাম্বুল থেকে ট্রেনে করে সরাসরি মক্কা ও মদিনা যাত্রা সম্ভব হবে, যা আধুনিক যুগে মুসলিম বিশ্বের ঐতিহাসিক সংযোগ পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: ডেইলি সাবাহ