নাটোর প্রতিনিধিঃ নাটোরের মাধনগর রেলওয়ে স্টেশনে বেশ কিছুদিন থেকে টিকিট দিচ্ছে,ঝাড়ুদার বাঁধন। বিষয়টি নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচলার ঝড় উঠেছে। বারবার ভোগান্তির শিকার হচ্ছে সাধারন যাত্রীরা।
স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল নাভিদ প্রামানিক,চঞ্চল সরকার,মিদুল,ফয়সাল আহম্মেদসহ অনেকে বলেন,কিছুদিন আগে তিতুমীরেরর ৫ টা টিকেট এর জায়গায় বাংলা বান্ধা এক্সপ্রেসের টিকেট দিয়েছিলো। যাত্রী ট্রেনে ওঠার পরে যখন দেখে সেই বগিতে তার কোন সিট নেই,তখন স্টেশনে যোগাযোগ করলে বলে,যে এটা ভুল করে বাংলাবান্ধা এক্সপ্রেসের টিকেট দিয়ে দিয়েছে।
সিট প্ল্যান থাকা সত্বেও এক সিটের টিকিট দুই জনের কাছে বিক্রি করে। মাধনগর টু রাজশাহী তে বারবার হয়েছে,এগুলোর সমাধান চাই।
তারা আরও বলেন,মাধনগর কি বুকিং সহকারি নাই? একজন ঝাড়ুদার কেন টিকিট দিবে?
নাকি এরা রেল ও যাত্রীদের নিয়ে মজা শুরু করছে।
দুর থেকে একজন যাত্রী আসছে ট্রেনের টিকিট ওর দিছে। যে টিকিট দিছে সে কি জানে না শুক্রবার 803 বাংলাবান্ধা এক্সপ্রেস অফ ডে নাকি সব টাকা খাওয়ার ধান্দা?
মাধনগর স্টেশনের যারা কর্মরত আছে,এদের ব্যবহার সবসময়ই খারাপ। এরা মানুষকে মানুষই মনে করে না। এরা মনে করে যে, আমরা সরকারি চাকরিজীবী বীরপুরুষ হয়ে গেছি।
এরা আগামীতে এইখানে(মাধনগর) নামে যে স্টেশন আছে এটা দেখতে চায় না এবং স্টেশন এ কর্মরত আছেন যারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
ভুক্তভোগি লুৎফর রহমান,সারোয়ার হোসেন জানান,আমরা ভুক্তভোগি। বারবার এমন ভোগান্তি মেনে নেওয়া যায় না। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে মাধনগর রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল আওয়াল বলেন,বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ব্যাপারে অফিসিয়াল ব্যবস্থা গ্রহন করা হবে।

