মোঃ মোতাহার হোসেন সরকার (ঠাকুরগাঁও)
আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বগুড়া রেলস্টেশনে দোলনচাপা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB) সদস্যরা পাথর নিক্ষেপকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।
ঘটনাটি ঘটে যখন ডাউন দোলনচাপা এক্সপ্রেস ট্রেন বগুড়া স্টেশনে প্রবেশ করছিল। ঠিক সেই সময়ে এক ব্যক্তি ট্রেনটির দিকে পাথর নিক্ষেপ করলে ঘটনাস্থলে উপস্থিত আরএনবি সদস্যরা তাকে দেখে ফেলেন এবং তৎক্ষণাৎ আটক করেন।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জিআরপি ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনে পাথর নিক্ষেপ একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ, যা যাত্রীদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।