Wednesday, October 22, 2025

আজ থেকে নতুন সময়সূচিতে মেট্রোরেল, জেনে নিন কোন ট্রেন কখন ছাড়বে

Must read

সেলিমুর রহমান :

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে। যাত্রীদের চাহিদা ও সেবার মান বাড়াতে উভয়মুখী ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।নতুন সূচি অনুযায়ী আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে রাজধানীর মেট্রোরেল সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম ট্রেন চালু করবে এবং রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলবে।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “যাত্রীসেবার মান উন্নয়ন এবং জনচাহিদা পূরণের লক্ষ্যে সময়সূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, আর শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টা ৩০ মিনিটে।মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, আর শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

শুক্রবারের ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article