স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক বিভাগের পয়েন্টসম্যানদের দীর্ঘদিনের ঐক্য, সহযোগিতা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে “বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান ও কর্মচারী সমিতি”-এর গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
গত ১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার ) অনুষ্ঠিত এক সভায় উপস্থিত পয়েন্টসম্যানবৃন্দের স্বাক্ষর ও সর্বসম্মত মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রটি অনুমোদন করা হয়। অনুমোদনের পরপরই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা মণ্ডলী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।
গঠিত নতুন কমিটির মেয়াদ থাকবে দুই বছর, যার অধীনে সংগঠনটি ভবিষ্যতে সদস্য কল্যাণ, প্রশিক্ষণ, কর্মক্ষেত্রের নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি, এবং রেলওয়ে ব্যবস্থার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে বলে জানানো হয়।সভায় বক্তারা বলেন, রেলওয়ের পয়েন্টসম্যানরা ট্রেন চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাঁদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য প্রাপ্যতা ও কর্মপরিবেশের মান উন্নয়ন নিশ্চিত করতে এই সমিতি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।এই কমিটিতে উপদেষ্টা মণ্ডলী পরিষদে রয়েছেন :
আব্দুর রহিম, শেখ মোঃ মিছাদ, আব্দুল মালেক, এ.কে.এম নাদের পারভেজ,মোঃ ফজলুল করিম।
কেন্দ্রীয় নির্বাহী কমিটি পরিষদে রয়েছেন :
সভাপতি: কৃষ্ণা লাল সরকার,
সিনিয়র সহ-সভাপতি: মো. ইউসুফ, সহ-সভাপতি, মোঃ সবুজ হোসেন, আনারুল ইসলাম, মোঃ কামাল হোসাইন,আরিফ মিয়াজি
সাধারণ সম্পাদক: মনির হোসেন হিমেল
যুগ্ম সাধারণ সম্পাদক, তাহিয়াতুল আকাশ,মোঃ মেহেদী হাসান তালুকদার, আবুল হাসনাত ইফাত,মোঃ ফারুক হোসেন।
সাংগঠনিক সম্পাদক, আবুল কালাম, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন,সুমন চন্দ্র সরকার।
দপ্তর সম্পাদক:মোঃ আরিফ হোসেন।অর্থ সম্পাদক:মোঃ আরিফ হোসেন।
প্রচার সম্পাদক:নূর মোহাম্মদ পাপ্পু। আইন সম্পাদক:ইয়াসিন আরাফাত।
গবেষণা ও তথ্য সম্পাদক: ইছা করিম
শ্রমিক কল্যাণ সম্পাদক: মোঃ শাহাদাৎ হোসেন
প্রশিক্ষণ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক: মোঃ কামাল মিয়া,
নির্বাহী সদস্যবৃন্দ হলেন :
সাদিকুল ইসলাম, আতিকুর রহমান, হেলাল উদ্দিন, রাজন দাস, রুকন উদ্দীন রাকিব, আবুল হোসেন, আতাউর রহমান, মহিউদ্দিন হাওলাদার (জনি), দেবাশীষ মন্ডল ও সমিরুল ইসলাম সুমন।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, রেলওয়ের পয়েন্টসম্যানরা যেভাবে ট্রেন চলাচলের নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই সংগঠন কাজ করবে। পাশাপাশি, সদস্যদের পেশাগত প্রশিক্ষণ, ন্যায্য বেতন কাঠামো ও কল্যাণমূলক সহায়তা কার্যক্রম বাড়ানোরও উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নয়নে সমিতির গঠনমূলক অবদান রাখার আহ্বান জানান।
নতুন নেতৃত্বের প্রতি রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা শুভেচ্ছা জানিয়েছেন এবং সংগঠনের কার্যক্রমে সফলতা কামনা করেছেন।