Tuesday, October 21, 2025

রেল কর্মকর্তাদের ভ্রমণ পাসে আসছে ওটিপি যাচাইকরণ ব্যবস্থা

Must read

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ রেলওয়ে তাদের কর্মকর্তা-কর্মচারীদের ভ্রমণ পাসের অপব্যবহার রোধে নতুন একটি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এখন থেকে ভ্রমণ পাসের বিপরীতে টিকিট ইস্যুর আগে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি (One Time Password) বা নির্দিষ্ট কোড পাঠানো হবে।

এই কোড ভেরিফাই করেই কেবল টিকিট ইস্যু করা যাবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

রেলওয়ে থেকে সহজ লিমিটেড (লীড পার্টনার), সহজ-সিনেসিস-ভিনসেন জেভি-কে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, বর্তমানে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যুতে যাত্রীদের মোবাইলে ওটিপি পাঠানোর পদ্ধতি চালু রয়েছে। একইভাবে রেল কর্মকর্তাদের প্রিভিলেজ পাস ও কার্ডপাসেও এই ওটিপি যাচাইকরণ ব্যবস্থা চালু করা হবে।প্রিভিলেজ পাসের ক্ষেত্রে পাসে উল্লেখিত মোবাইল নম্বরে এবং কার্ডপাসের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর অফিসিয়াল বা ব্যক্তিগত মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে যাচাই করার পর টিকিট ইস্যু করা হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, এই নতুন ব্যবস্থা কার্যকর করতে বাংলাদেশ রেলওয়ের ইন্টিগ্রেটেড টিকেটিং সিস্টেম (BRITS)-এ প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, “ভ্রমণ পাসের অপব্যবহার ঠেকাতে এটি একটি কার্যকর পদক্ষেপ। এতে টিকিট ইস্যু প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ হবে।”

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article