Tuesday, October 21, 2025

ট্রেন–স্টেশনে বাড়ছে নজরদারি: রেলওয়ের নিরাপত্তা নির্দেশনা

Must read

সেলিমুর রহমান :

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে রেলওয়ের স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কন্ট্রোল অর্ডার নং-৯৫৮, তারিখ ২১ অক্টোবর ২০২৫ খ্রিঃ অনুযায়ী ঢাকা বিভাগীয় রেলওয়ে অফিস থেকে নির্দেশনা জারি করা হয়েছে। জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল) এর নির্দেশনার আলোকে ঢাকা বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা, স্টেশন মাস্টার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রেলওয়ের স্টেশন, ট্রেন, ডিপো, লোকোসেড, কারখানা, ইয়ার্ডসহ কেপিআইভুক্ত স্থাপনায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীকে অবহিত করতে হবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।রেলওয়ে কন্ট্রোল, বুকিং পার্সেল রাখার স্থান, ফুয়েলিং এলাকা, ফুয়েল স্টোরেজ ট্যাংক ও রিলিফ ট্রেন এলাকার ওপর সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করারও নির্দেশনা দেওয়া হয়।

ট্রেন চালক, কর্তব্যরত গার্ড ও প্রকৌশল বিভাগের কর্মীদের রেললাইনের পাশে কোনো নাশকতামূলক কার্যক্রম দেখা গেলে বিভাগীয় কন্ট্রোলকে অবহিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রকৌশল বিভাগের কর্মচারীদের নিয়মিতভাবে ট্র্যাক ও সেতু এলাকায় পেট্রোলিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর নজরদারি ও টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।ইলেকট্রিক বিভাগের কর্মীদের পাওয়ার হাউজ, ট্রেনের পাওয়ার কার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাত্রীবাহী ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট বিভাগসমূহকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে স্টেশন প্ল্যাটফর্ম ও ইয়ার্ডে অপরিচিত ব্যক্তি, ভবঘুরে বা হকারের প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং ট্রেন, স্টেশনসহ সব স্থাপনায় অগ্নি নির্বাপক যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা অনুযায়ী দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে রেলওয়ের সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article