Thursday, November 20, 2025

সিলেট রেললাইনে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

Must read

সিলেট প্রতিনিধি :

সিলেট নগরীর শিববাড়ি এলাকায় রেল লাইনের ঊপর থেকে এক যুবকের মস্তক দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। তার নাম মতিউর রহমান (২৬) ।

পুলিশ জানায়, আজ (২২ অক্টোবর) বুধবার সকাল সাতটার দিকে সংবাদ পেয়ে তারা লাশ উদ্ধার করে সূরতহাল করেছে পুলিশ। মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার পানিছড়া এলাকার কুটি মিয়ার পুত্র।

সিলেটের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, ভোরে যেহেতু লাশ উদ্ধার হয়েছে গ্রাম থেকে সিলেট অভিমুখী উদয়ন ট্রেনের নিচে পড়ে যুবক কাঁটা পড়তে পারে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলে নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক (এসআই) প্রকাশ রায় জানান, পারিবারিক কলহের কারণে মতিউর রহমান আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। সে আরও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে উপশহর বোনের বাসা থেকে বের হয়।

এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল গভীর রাতের কোন এক সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা সহযোগিতা করে রেলওয়ে পুলিশের মাধ্যমে কাছে লাশ হস্তান্তর করেছি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article