সিলেট প্রতিনিধি:
আখাউড়া রেলওয়ে থানার পুলিশ বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটের দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় পকেট গেটের সামনে থেকে ৩ কেজি কথিত গাঁজাসহ মো. আরিফ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার মেন্দিপুর (বাবনীকোনা) এলাকার মৃত আঙ্গুর মিয়ার ছেলে।পুলিশ জানায়, আটক আরিফের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

