Wednesday, November 19, 2025

নোয়াখালীর রেল উন্নয়নের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

Must read

সাজ্জাদুল ইসলাম :

বৃহত্তর নোয়াখালীর রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ এসোসিয়েশন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট।

গতকাল রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সংগঠনটির প্রতিনিধি দল রেলপথ মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে রেল যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়নের বিষয়ে স্মারকলিপি জমা দেয়।

প্রতিনিধি দলটি বিশেষভাবে ২০২৩ সালের ১৬ নভেম্বর অনুমোদনপ্রাপ্ত ঢাকা–নোয়াখালী রুটের সুবর্ণচর এক্সপ্রেস (৮১৭/৮১৮) দ্রুত চালুর দাবি জানায়। এছাড়া তারা বন্ধ থাকা মেইল ট্রেন পুনরায় চালু, অপ্রয়োজনীয় স্টপেজ কমানো ও সার্বিক রেল ব্যবস্থার উন্নয়ন বিষয়েও দাবি উত্থাপন করেন।স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলটির সঙ্গে সাক্ষাৎ করেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন ) মোঃ শহিদুল ইসলাম। তিনি প্রতিনিধি দলকে আশ্বাস দেন, “নোয়াখালীর রেল উন্নয়ন বিষয়ে খুব দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

সভাপতি: নাফি ইব্রাহিম চৌধুরী

সিনিয়র সহ-সভাপতি: সাদমান ভূঁইয়া

সাধারণ সম্পাদক: মোঃ নাইমুল ইসলাম আরিফ

বৃহত্তর নোয়াখালীর জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত রেল সংযোগ উন্নয়নের দাবিতে এই উদ্যোগকে অনেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article