Wednesday, November 19, 2025

সৈয়দপুর রেলওয়ে কারখানাপরিদর্শনে এডিবি প্রতিনিধি দল

Must read

মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তাঁরা এই পরিদর্শনে আসেন।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের সরকারের অতিরিক্ত সচিব ও এডিবির অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) উইং চীফ এস এম জাকারিয়া হক ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হুই ইউন জিওং।

তাদের ফুলেল শুভেচছা ও স্বাগত জানান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএসডাব্লিউ) শাহ সুফি নুর মোহাম্মদ ও কর্ম ব্যবস্থাপক (ডাব্লিউএম) মমতাজুল হকসহ অন্যান্য কর্মকর্তাগন।

পরিদর্শন দলে আরও ছিলেন, এডিবির প্রিন্সিপাল ফাইনান্সিয়াল সেক্টর অফিসার মারুফ হোসাইন, সিনিয়র প্রজেক্ট অফিসার (আরবান) অমীত দত্ত রায়, এসোসিয়েট ওয়াটার রিসোর্স অফিসার সোহেল রানা, এসোসিয়েট প্রজেক্ট অফিসার (এনার্জি) মশিউর রহমান, সিনিয়র অপারেশন এসিস্ট্যান্ট নাশিয়াত আল সাফওয়ানা চৌধুরী, অপারেশন এসিস্ট্যান্ট দিপা হেমব্রোম।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএসডাব্লিউ) শাহ সুফি নুর মোহাম্মদ জানান, কারখানার দুইটা সপ (উপ-কারখানা) সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অর্থ বরাদ্দ সংক্রান্ত সম্ভাব্যতা ও উপযোগীতা যাচাই করতে তাদের আগমন।

তিনি বলেন, আমাদের প্রস্তাবনার প্রেক্ষিতে তাদের এই পরিদর্শন। প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাদেরকে আস্বস্ত করেছেন। আশা করছি দ্রুততম সময়ে প্রস্তাবিত ৪ হাজার ২০০ কোটি টাকা অর্থ বরাদ্দ পাওয়া যাবে। এতে কারখানার সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article