স্টাফ রিপোর্টার :
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে মেহেদী হাসান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার গৌরিপুর এলাকার সুরুজ আলীর ছেলে।রোববার ২ নভেম্বর, সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর মুহুরীগঞ্জ এলাকা থেকে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনীতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) দীপক দেওয়ান জানান, সকাল ১০ টার দিকে স্থানীয় লোকজনের মুঠোফোনে জানতে পারেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মুহুরিগঞ্জ এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে রেল পুলিশের একটি টিম ফেনী থেকে রওনা হয়ে ওই স্থানে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পকেটে থাকা একটি জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোনে মাধ্যমে তার নাম ঠিকানা ও পরিচয় নিশ্চিত হয়।নিহতের পরিবারের সদস্য ও বন্ধু মো. শান্তর বক্তব্য উদ্বৃত করে রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক দেওয়ান বলেন, নিহত মেহেদী হাসান ও তার কয়েকজন বন্ধু ঢাকা থেকে ঘুরতে চট্টগ্রামের সীতাকুণ্ড যাচ্ছিলেন। আনন্দ উপভোগ করতে তারা শনিবার রাতে ঢাকা থেকে টু-ডাউন (ঢাকা-চট্রগ্রাম মেইল) ট্রেনের ছাদে উঠে বসেন। রোববার সকাল ৮ টার দিকে ফেনীর অদূরে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকার পৌঁছালে মেহেদী হাসান ট্রেনের ছাদ থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।উপ-পরিদর্শক দীপক দেওয়ান জানান, এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

