Wednesday, November 19, 2025

সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও কোচ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি প্রদান

Must read

বোরহান উদ্দিন,

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চলাচলকারী তিনটি আন্তঃনগর ট্রেন জামালপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও যমুনা এক্সপ্রেস ট্রেনের কোচ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সরিষাবাড়ীবাসী ।

আজ ৪ নভেম্বর ( মঙ্গলবার ) দুপুরে রেল মহাপরিচালক মোঃ আফজাল হোসেন বরারব সরিষাবাড়ীবাসীর পক্ষে স্মারকলিপি জমা দেন আসাদুজ্জামান আসাদ।

স্মারকলিপিতে বলা হয়েছে – বাংলাদেশ রেলওয়ের উত্তরাঞ্চলের অন্তর্গত জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঢাকা থেকে তিনটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে । আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি তারাকান্দি সরিষাবাড়ী থেকে গভীর রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে অপর দুইটি ট্রেন আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) ও জামালপুর এক্সপ্রেস (৮০০) ট্রেন দুইটি প্রায় একই সময়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়ায় যাত্রী সংকট ও গভীর রাতে ঢাকায় (ডাউন) পৌঁছানোর কারণে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ও ছিনতাইকারীদের কবলে পড়েছে যাত্রীরা।

এমতাবস্থায় সরিষাবাড়ীবাসীর জন্য যাত্রীবান্ধব রেল সেবা নিশ্চিত করতে ৩ দফা দাবি উপস্থাপন করা হয় স্মারকলিপিতে ।

দাবিগুলো হলো : জামালপুর এক্সপ্রেস (৭৯৯-৮০০) ট্রেনটি পূর্বের ন্যায় ও সময়সূচি অনুযায়ী টাঙ্গাইল – -ইব্রাহিমাবাদ হয়ে সরিষাবাড়ী জামালপুর রুটে পুনর্বহাল করা। অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫ ) ঢাকা থেকে সকাল ৭.০০ টায় এবং তারাকান্দি থেকে (৭৩৬) দুপুর ২.০০ টার মধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ও যমুনা এক্সপ্রেস ট্রেনে পুরানো কোচ পরিবর্তন করে আধুনিক আরামদায়ক ও মানসম্মত কোচ সংযোজন করা।

স্মারকলিপি প্রদান শেষে আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন- আমাদের ৩ দফা দাবি রেল মহাপরিচালকের কাছে লিখিতভাবে জানিয়েছি। আশাকরি, অতি শীঘ্রই আমাদের দাবি পূরণ হবে। দাবি পূরণ না হলে আমরা সরিষাবাড়ীবাসী আন্দোলনে নামবো ।

এসময় সরিষাবাড়ীর আরো উপস্থিত ছিলেন তরুণ সাংবাদিক বোরহান উদ্দিন ও ঢাবি শিক্ষার্থী আজিজুল হক রুদ্র প্রমুখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article