মোঃ মাশরাফি মেশকাত,রাজশাহী সংবাদদাতা :
বোনারপাড়া কলেজ ট্রেনে ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করে তা মালিকের কাছে সঠিকভাবে ফেরত দিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), লালমনিরহাট ডিভিশন।
সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে ট্রেনের ভেতর দায়িত্ব পালনকালে আরএনবি সদস্যরা ব্যাগটি দেখতে পান। পরে তা নিরাপত্তার স্বার্থে সংগ্রহ করে অফিসে সংরক্ষণ করা হয়।
এরপর প্রয়োজনীয় যাচাই–বাছাই ও পরিচয়পত্র মিলিয়ে প্রকৃত মালিকের হাতে ব্যাগটি হস্তান্তর করা হয়। ব্যাগ ফিরে পেয়ে মালিক গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, হারানো মালামাল উদ্ধার ও মালিকের কাছে ফেরত দেওয়া তাদের নিয়মিত দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

