Wednesday, November 19, 2025

মাত্র ৪০ কিলোমিটার ডুয়েল গেজের অভাবে রাজশাহী–রংপুর রেল যোগাযোগ বিচ্ছিন্ন

Must read

মোঃ মাশরাফি মেশকাত(রাজশাহী সংবাদদাতা) :

মাত্র ৪০ কিলোমিটার ডুয়েল গেজ লাইন সম্পূর্ণ না হওয়ায় রাজশাহী ও রংপুরের মধ্যে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উত্তরাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নাটোর পর্যন্ত ব্রডগেজ লাইন থাকলেও নাটোর থেকে বগুড়া হয়ে রংপুর পর্যন্ত অংশে এখনো মিটারগেজ লাইন চালু রয়েছে। এই ৪০ কিলোমিটার অংশে ডুয়েল গেজ লাইন না থাকায় রাজশাহী–রংপুর সরাসরি ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় যাত্রীদের বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। বিশেষ করে ব্যবসায়িক মালামাল পরিবহনেও ভোগান্তি বাড়ছে।স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা বলেন, “মাত্র ৪০ কিলোমিটারের কাজ শেষ হলেই দুই বিভাগের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসত। কিন্তু বছরের পর বছর শুধু আশ্বাস শুনে যাচ্ছি, কাজের অগ্রগতি নেই।”

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী (লাইন) ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান বলেন,
“রাজশাহী–রংপুর রেলপথে ডুয়েল গেজ প্রকল্পের কাজ শুরু করার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় বাজেট অনুমোদনের পর দ্রুতই কাজ শুরু করা হবে। আমরা আশা করছি, আগামী অর্থবছরের মধ্যেই কাজ শুরু হলে রাজশাহী–রংপুর রেলপথ পুনরায় সচল করা সম্ভব হবে।”

উত্তরাঞ্চলের যাত্রীদের প্রত্যাশা—দ্রুত শেষ হোক এই ৪০ কিলোমিটারের কাজ, যাতে বহু প্রতীক্ষিত রাজশাহী–রংপুর রেল যোগাযোগ আবার চালু হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article