Wednesday, November 19, 2025

রেলপথ দিবস আজ: বাংলাদেশের রেলযুগের ১৬৩ বছরের গৌরবময় যাত্রা

Must read

মোঃ মোতাহার হোসেন সরকার (ঠাকুরগাঁও)

আজ ১৫ নভেম্বর, জাতীয় রেলপথ দিবস।
১৮৬২ সালের ১৫ নভেম্বরই চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলপথের সূচনা হয়।

ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করেছিল। সেই সময় “ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে” প্রথম রেলপথ স্থাপন করে, যা মূলত অর্থনৈতিক ও প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হতো।

২০২০ সাল থেকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় রেলপথ দিবস পালন করছে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা, রেলপথ উন্নয়ন উপস্থাপনা এবং রেলসেবার মানোন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।

১৬৩ বছরে রেলপথ দেশের যোগাযোগ, শিল্প, কৃষি পণ্য পরিবহন, পর্যটন ও আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে রেলওয়ে দেশের ৮টি বিভাগে রেলসেবা বিস্তারের পাশাপাশি নতুন রুট, ডুয়েলগেজ, সিগন্যাল আধুনিকায়ন এবং নতুন ট্রেন চালুর লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

আগামী দিনে বাংলাদেশ রেলওয়ে নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় সেবা দিতে আরও কার্যকর পদক্ষেপ নেবে – এমন আশা করছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা।

রেল নিউজ ২৪ পরিবার আজ ১৬৩ বছর আগের সেই গৌরবময় সূচনাকে স্মরণ করছে গর্বের সঙ্গে।
রেলপথ শুধু ইতিহাস নয় – এটি বাংলাদেশের মানুষের অনুভূতি, স্মৃতি ও যাত্রার সঙ্গী।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article