স্টাফ রিপোর্টার :
বর্তমান দেশের সংবেদনশীল পরিবেশ বিবেচনায় জয়দেবপুর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম ও কমান্ড্যান্ট শফিকুল ইসলামের নির্দেশনায় স্টেশনের বুকিং কাউন্টার, পার্কিং এলাকা ও প্ল্যাটফর্মজুড়ে নিয়মিত তদারকি চালাচ্ছেন জয়দেবপুর সাব-ইউনিটের ইনচার্জ সাব-ইন্সপেক্টর ইমরান হোসেন।
স্টেশন এলাকায় কোনো ধরনের অনুপ্রবেশ, ভবঘুরে কিংবা ভিক্ষুকদের উপস্থিতি প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে আরএনবি। যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে বাহিনীর সদস্যরা স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন।
আরএনবি জানায়, দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক যেকোনো ব্যক্তি বা কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।জয়দেবপুর অঞ্চলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের টহল ও নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

