Wednesday, November 19, 2025

মুন্সীগঞ্জে মেট্রোরেল সংযোগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

Must read

স্টাফ রিপোর্টার :

ঢাকা-মুন্সীগঞ্জ মেট্রোরেল সংযোগের দাবিতে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ ‘মেট্রোরেল বাস্তবায়ন পরিষদ’।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে একাত্মতা পোষণ করে মুক্তারপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ সদর, টংগীবাড়ি ও সিরাজদিখান উপজেলার প্রায় ১০ থেকে ১৫ লাখ মানুষ প্রতিদিন ঢাকা থেকে মুক্তারপুর হয়ে যাতায়াত করে। ঢাকা থেকে মুন্সীগঞ্জের দুরত্ব মাত্র ২৫ কিলোমিটার। কার্যকর মেট্রোরেল সংযোগ স্থাপন হলে যাতায়াত ব্যবস্থা উন্নত হবে এবং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকার ওপর চাপ কমবে।

মানববন্ধনে মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব ও মুন্সীগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বলসহ আরও অনেকে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article