Wednesday, November 19, 2025

ঢাকায় ট্রেন থেকে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৪

Must read

বিশেষ প্রতিবেদক :

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে একটি ট্রেন থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি চালিয়ে চালের বস্তার ভেতর থেকে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড অ্যামুনিশন এবং চারটি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একতা এক্সপ্রেস পার্বতীপুর রেলস্টেশনে যাত্রাবিরতির সময় ৩-৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা নির্দিষ্ট বগিতে তুলে রেখে দ্রুত সটকে পড়েন। এসব বস্তাতেই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য লুকানো ছিল।বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article