স্টাফ রিপোর্টার :
নবম জাতীয় পে-কমিশন বাস্তবায়ন না হলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলওয়ে শ্রমিক–কর্মচারী দলের নেতারা। রবিবার সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব বলেন, “সরকার দ্রুত নবম জাতীয় পে-কমিশন বাস্তবায়ন না করলে রেল চলাচল বন্ধ করার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
সংগঠনের পাকশী শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুমন আলী, কামরুল ইসলাম, অফলভ ইসলাম ও বিআরএল নেতা আরিফুল ইসলাম।
এর আগে নবম জাতীয় পে-কমিশনসহ তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে রেলওয়ে শ্রমিক–কর্মচারী দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কামরুল ইসলামের নেতৃত্বে স্লোগানমুখর মিছিলটি পাকশীর বিভিন্ন দপ্তরের বারান্দা ঘুরে অফিস চত্বর প্রদক্ষিণ করে।

