বিশেষ প্রতিবেদক :
দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের নিকট গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি যাচাই করার জন্য দুদক ডেকেছিলো ভারতীয় নাগরিক পাশাম রঘুপতি রেড্ডিকে।
মিস্টার রেড্ডি এই প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট ছিলেন। আগামীকাল ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল সাড়ে ১১ টায় মিস্টার রেড্ডিকে দুর্নীতি দমন কার্যালয় সেগুনবাগিচায় হাজির হয়ে তথ্য প্রমান উপস্থাপন ও স্বাক্ষ্য দেয়ার কথা থাকলেও তিনি ভিসা জটিলতায় আসছেন না।
প্রকল্প পরিচালকের পক্ষে উপ পরিচালক (ওয়ে এন্ড ওয়ার্কস ) এস এম মাহমুদুর রহমান দুদকের তদন্তকারী দলের দলনেতাকে লিখিত চিঠি দিয়ে জানায়, প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট পাশাম রঘুপতি রেড্ডি এর ভিসার মেয়াদ ২৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ শেষ হয়ে যায়। এবং তিনি উক্ত তারিখেই বাংলাদেশ ত্যাগ করেন। ভিসার মেয়াদ না থাকায় এবং যেহেতু তিনি ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন তাই আগামীকাল তদন্তে ভারতীয় নাগরিক পাশাম রঘুপতি রেড্ডি হাজির থাকতে পারছে না।

