বিশেষ প্রতিবেদক :
দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের নিকট গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি যাচাই করার জন্য আগামীকাল ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ দুইজন বিদেশী নাগরিকসহ তিনজন পরামর্শককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তিনজন পরামর্শকের মধ্যে একজন ভারতীয় নাগরিক পাশাম রঘুপতি রেড্ডি। আরেকজন আফ্রিকান-অস্ট্রেলিয়ার নাগরিক স্টিভেন প্রাঞ্জেল। এছাড়াও রয়েছে বাংলাদেশী নাগরিক এ এন এম খসরু যিনি ডেপুটি টীম লিডার হিসেবে কর্মরত ছিলেন।
উপরোক্ত তিনজনই দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কনস্ট্রাকশন সুপারভিশন পরামর্শক হিসেবে কর্মরত ছিলেন।
আগামীকাল ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকালে উপরোক্ত তিনজনকে দুর্নীতি দমন কার্যালয় সেগুনবাগিচায় হাজির হয়ে তথ্য প্রমান উপস্থাপন ও স্বাক্ষ্য দেয়ার জন্য নির্দেশনা দেয়া রয়েছে।
সূত্র জানায় এই তিনজনের ভিতরে ভারতীয় নাগরিক ভিসা জটিলতার কারনে আসছেন না।
প্রকল্প পরিচালকের পক্ষে উপ পরিচালক (ওয়ে এন্ড ওয়ার্কস ) এস এম মাহমুদুর রহমান দুদকের তদন্তকারী দলের দলনেতাকে লিখিত চিঠি দিয়ে জানায়, প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট পাশাম রঘুপতি রেড্ডি এর ভিসার মেয়াদ ২৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ শেষ হয়ে যায়। এবং তিনি উক্ত তারিখেই বাংলাদেশ ত্যাগ করেন। ভিসার মেয়াদ না থাকায় এবং যেহেতু তিনি ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন তাই আগামীকাল তদন্তে ভারতীয় নাগরিক পাশাম রঘুপতি রেড্ডি হাজির থাকতে পারছে না।

