রংপুর রেলওয়ে স্টেশনের সংস্কার, আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি, কর্মকর্তাদের অপসারণসহ চার দফা দাবিতে রংপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার দেড় ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করার ফলে রংপুরে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল।
এর আগে কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১১টায় রংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরমের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এর কিছুক্ষণ পর লালমনিরহাট থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেন রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে শিক্ষার্থীরা সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেখানে সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী মাসুম বিল্লাহ, সেলিমসহ অন্যরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগীয় নগরী রংপুরের রেলওয়ে স্টেশনের অবকাঠামো ব্রিটিশ আমলের তৈরি। যা ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। যাত্রীদের কোনও বিশ্রামাগার নেই, নেই টয়লেট সুবিধা। বারবার বলার পরেও রেলওয়ে কর্তৃপক্ষ ভবনগুলো সংস্কার করছে না। সেই সঙ্গে একটিমাত্র আন্তনগর ট্রেন চলে। ফলে রংপুরের মানুষ ট্রেনে ঢাকায় চলাচল করতে পারছেন না।
শিক্ষার্থীরা রংপুরবাসীর প্রতি এ বৈষম্যের জন্য দায়ী করে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী এবং বিভাগীয় রেলওয়ে ম্যানেজার লালমনিরহাটের আব্দুস সালামের পদত্যাগ দাবি করে। তারা সাত দিনের আলটিমেটাম ঘোষণা করে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পরে একটি বিক্ষোভ মিছিল স্টেশনের প্ল্যাটফরম প্রদক্ষিণ করে।